EN LA ACTUALIDAD, LAS MUJERES PARTICIPAN ACTIVAMENTE EN LA POLÍTICA, LAS MUJERES TODAVÍA SE QUEDAN ATRÁS EN LA POLÍTICA. COMO EXPLICACIÓN, LOS ASIENTOS DE LAS MUJERES SON MÁS BAJOS EN PROPORCIÓN A CADA PAÍS.
Si el asiento en esta elección política es el mismo cada año
Si hay un ganador de mujeres en el campo político, el ganador será menor. Pero como el representante internacional de la Fundación Madre Teresa llegó a la Fundación Madre Teresa, ¿por qué no piensan en los asientos iguales para la participación política de las mujeres en la constitución y los ciudadanos de cada país? ¿O es una cuestión de mujeres y hombres? Para fortalecer el lugar de los hombres en una sociedad dominada por hombres.
También existe el deber básico, los derechos y principios básicos en la guía. Para establecer una sociedad equivalente y un estado de mujeres y hombres, las mujeres deben tener una posición en la fase de toma de decisiones.
En respuesta a esto, me gustaría decir que las mujeres y los hombres necesitan tener asientos políticos iguales en las elecciones políticas para que las mujeres fueran políticas.
Para establecer el empoderamiento de las mujeres en el sentido real, la participación igual de la participación política con la educación de las mujeres, la computadora, el ITC, el trabajo es importante. Ahora es el turno de pasar.
Bengali Version:
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ
লেখিকা:ড.প্রিয়াংকা নিয়োগী,
ভারত।
বর্তমানে নারীরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও রাজনীতির দিকে থেকে নারীরা এখনও পিছিয়ে আছে। ব্যাখ্যা হিসেবে বলা যায় যে প্রতিটি দেশেই সমানুপাতিক হারে নারী আসন কম।
যদি প্রতিবছর এই রাজনৈতিক নির্বাচনে আসন একই
থাকে তাহলে রাজনৈতিক ক্ষেত্রে নারী বিজেতা কম হবে।2025 এসে দাঁড়িয়ে প্রযুক্তিবিদ্যার সুবিধা নিতে ব্যস্ত সেখানে রাজনৈতিক প্রতিনিধির সংখ্যা কম।সেটা নিয়ে কোনো নারীর কোনো ভাবনা নেই । কিন্তু 2025 এসে Mother Teresa Foundation এর International Representative হিসেবে এই প্রশ্ন প্রতিটি দেশের সংবিধান ও নাগরিকের কাছে কেন তারা নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সমান আসনের কথা ভাবে না কেন?তাদের কি এখনও দুর্বল মনে হয়? নাকি সেই নারী ও পুরুষের ব্যাপার? পুরুষ শাসিত সমাজে পুরুষের জায়গা শক্ত করা।নারী পুরুষের সমান অধিকারের ক্ষেত্র হিসেবে শুধুমাত্র নারীদের জায়গা দেওয়া।
মৌলিক কর্তব্য,মৌলিক অধিকার ও নির্দেশনায় রকম নীতির মধ্যেও বিষয়টি রয়েছে। নারী ও পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অবস্থান থাকতে হবে।এক গবেষণায় এই প্রশ্ন রাখা হয়েছে যে নারীদের রাজনীতিমুখী করা যায় কিভাবে?
এর উত্তরে এটাই বলতে চাই- যে নারীদের রাজনৈতিক মুখি করে তুলতে হলে রাজনৈতিক নির্বাচনে নারী-পুরুষের সমান রাজনৈতিক সিট থাকা হওয়া প্রয়োজন।
Women Empowerment প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে হলে নারীদের education,computer,itc,job এর সাথে রাজনৈতিক অংশগ্রহণে সমান অংশগ্রহণ জরুরী।নইলে নারী নেত্রীর সংখ্যা কম হবে। এখন স্টেপ নেওয়ার পালা।
Escritora: Dra. Priyanka Neogi (India)